Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক কর্মকান্ড নিম্নরূপ:

১।  কৃষক প্রশিক্ষণ:

          ক) পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ক।

          খ) জলবায়ু পরিবর্তণ অভিযোজন ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ক।

          গ) ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ক।

          ঘ) ফসলের সংগ্রহোত্তর ক্ষতি কমানো প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ক।

          ঙ) লেবু জাতীয় ফসলের উন্নত জাত পরিচিতি ও চাষাচাদ বিষয়ক।

          চ) বসত বাড়ির আঙ্গিনায় অনাবাদী ও পতিত জমিতে শাক-সবজি চাষাচাদ বিষয়ক।

          ছ) কফি ও কাজুবাদাম চাষাচাদ বিষয়ক।

          জ) কৃষি প্রযুক্তির প্রসারে ই-কৃষির ব্যবহার।

          ঝ) সমালয়ে চাষাবাদ বিষয়ক।

          ঞ) কন্দাল ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশল বিষয়ক।

          ট) সকল ফসলের উন্নমানের জাতের পরিচিতি ও রোগ বালাই দমন বিষয়ক।

2। মিশ্র ফল বাগানের প্রদর্শণী স্থাপন।

৩। বিভিন্ন উন্নত জাতের ফসেলর প্রদর্শণী স্থাপন।

৪। কৃষি মেলা/২০২২ আয়োজন।

৫। ডাল, তেল ও মসলা জাতীয় বীজের অংঙ্কুরদম পরীক্ষা ও প্যাকেটজাতকরণ।

৬। ইঁদুর নিধন অভিযান আয়োজন।

৭। খাদ্য দিবস উদযাপন ।

৮। ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ।

৯। কৃষিতে পুণর্বাসন ও প্রণোদনা প্রদান।